খালেদ মহিউদ্দিন এর শো তে এনায়েত উল্লাহ আব্বাসীর সাক্ষাতকার
- AbuSayed Mahfuz
- Feb 28
- 2 min read
গতকাল খালেদ মহিউদ্দিন এর শো তে এনায়েত উল্লাহ আব্বাসীর সাক্ষাতকার দেখছিলাম। অনেকেই হয়তো দেখেছেন। যে বিষয়টা ভাইরাল হয়েছে সেটা হলো এর আগের কোন সময় এনায়েত উল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারীকে কাফের বলেছেন। খালেদ মহিউদ্দিন সেটা উস্কে দিলেন। ঐ সে গল্প অনেকেই জানেন, শয়তান দুই গোত্রের মাঝে মারামারি লাগানোর জন্য এক বাড়ীর গেটে সামান্য একটু মিষ্টি লাগিয়ে রাখলো, সেখানে পিপড়া আসলো তারপর বিড়াল কুকুর আসল, কুকুর বিড়ালকে আঘাত করলো ব্যাস লেগে গেলো দুই গোত্রের মাঝে মারামারি।
বাংলাদেশে ইসলামী বক্তাদের মাঝে আব্বাসী এবং আজহারী দুজনই সুপরিচিত এবং জনপ্রিয়। দুজনই ডক্টরেট ডিগ্রীধারী। দুজনই লেখাপড়া জানা, আরো স্পষ্ট করে বলতে গেলে বলতে হবে দুজনরেই তথ্যগত বিদ্যা ভাল। তবে দুজনেরই লাগামহীন কথা বলার ইতিহাস রয়েছে। আজহারী এর আগে আলী রাঃ এবং খাদিজা রাঃ সম্পর্কে কিছু কথা বলে বিতর্কিত হয়েছিলেন। তেমনিভাবে আব্বাসীও কথায় কথায় কাফের বলে নিজকে বিতর্কিত করেছেন। আজ আমার প্রশ্ন সেখানে না, আব্বাসী এবং আজহারী তারা এবং তাদের ভক্ত অনুসারীরা দেখবেন। তবে আমার আজকের বিষয় হলো ঐযে বললাম শয়তান কিভাবে মারামারি লাগায়। আমি সবসময় বলে এসেছি খালেদ মহিউদ্দিন শয়তান, শয়তানী করে ঝামেলা বাধিয়ে দেয়। খালেদ মহিউদ্দিন স্বৈরাচারের দোষর ফুল স্টপ।
আব্বাসী কিন্তু আজহারীকে কাফের কাল বা সম্প্রতি বলেন নি। আগে হয়তো কোন উল্টাপাল্টা কথায় আবেগে বলেছিলেন খালেদ মিয়া সেটা উস্কিয়ে দিলেন। আর খালেদের উস্কিয়ে দেয়াতে আমাদের অতি আবেগী জামাতী ভায়েরা এখন আব্বাসীর বিরুদ্ধে লেগে গেলেন।
আরেকটি বিষয় খালেদ আব্বাসীকে জামাত সম্পর্কে আব্বাসীকে প্রশ্ন করেছিলেন। তখন আব্বাসী খুব সুন্দরভাবে ভারসাম্য উত্তর দিয়েছেন মাওলানা মওদুদীর কিছু মতের বিষয়ে দ্বীমতের কথা বলেছেন। তখন খালেদ আরো প্যাচ লাগানোর জন্য বললেন, জামাতের কেউ তো এটা বলেনা বা স্বীকার করেনা। খালেদের এই মন্তব্যে আমি খালেদ মহিউদ্দিনকে উত্তর দিতে চাই এবং পাঠক ও জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই। চারদলীয় জোট যখন ক্ষমতায় মতিউর রহমান নিজামী যখন মন্ত্রী সে সময় এ বিষয়টা এসেছিল তখন মতিউর রহমান নিজামী স্পষ্টভাবে জাতিকে জানিয়েছিলেন যে তাঁর ভাষায়, ”আমরা মাওলানা মওদুদীকে ফিকাহ এবং আকায়েদের ইমাম মনে করি না। তবে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মাওলানা মওদূদী যে সাহিত্য রচনা করেছেন মাওলানা মওদূদীর সে অবদান আমরা বা কেউ অস্বীকার করতে পারবো না”। খালেদ মহিউদ্দিনের কাছে আমার প্রশ্ন এবং চ্যালেঞ্জ, খালেদ মহিউদ্দিনের বয়স তখন কত ছিল এবং তিনি কি নিজামীর সে বক্তব্য বিবৃতি দেখেছিলেন? এটা কি খালেদ মহিউদ্দিনের অজ্ঞতা বা মূর্খতা নাকি, জেনেও মিথ্যাচার।
আমি জানি না, কেউ খালেদ মহিউদ্দিনকে আমার এ প্রশ্ন পাঠিয়ে দিতে পারবেন কি না।
Comments